উজবেকিস্তান ও দিল্লি জয় করে রাজ্যে আসলো অর্শিয়া

আগরতলাঃ সোমবার দুপুরে রাজ্যে আসলেন রাজ্যের উদীয়মান দাবাড়ু অর্শিয়া দাস। সম্প্রতি সে উজবেকিস্তানে আন্তর্জাতিক দাবার আসরে তৃতীয় স্থান দখল করেছেন। দুপুরে বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানানো হয় ম্যাট্রিক্স চেস একাডেমীর পক্ষ থেকে। অর্শিয়া ম্যাট্রিক্স চেস একাডেমীর ছাত্রী। উজবেকিস্তানের পর দিল্লিতে আয়োজিত কমনওয়েল দাবায় অনুর্ধ ১৪ বালিকাদের বিভাগে পঞ্চম স্থান দখল করে রাজ্যের গর্ব ক্ষুদে দাবাড়ু।সপ্তম রাউন্ডের খেলায়  অর্শিয়া সাড়ে চার পয়েন্ট অর্জন করে।  টুর্নামেন্টের সপ্তম তথা শেষ রাউন্ডের খেলায় অর্সিয়া ড্র করে  সে। গত তিন বছর ধরে অর্সিয়া প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টে খেলছে । বিগত দুবছরের মত এবারও সে সাত রাউন্ডের খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করে। আগামী বছর কমনওয়েল দাবা থেকেও পদক গলায় ঝুলিয়ে শহরে ফিরবে বলে কথা দিয়েছে  সে । উজবেকিস্তান থেকে পাওয়া দুটি পদক স্বর্ণ ও ব্রোঞ্জ নিয়ে  সোমবার রাজ্যে আসেন  অর্শিয়া।  

error: Content is protected !!