চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, খার্চিমেলাকে কেন্দ্র করে সেজে উঠছে চতুর্দশ দেবতার মন্দির

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।  ১০জুলাই থেকে শুরু হচ্ছে  ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। খার্চিমেলাকে কেন্দ্র শুরু সেজে উঠেছে চতুর্দশ দেবতা মন্দির সহ মেলা প্রাঙ্গণ। মেলায় যোগ দিতে আসতে শুরু করে দিয়েছেন সাধুসন্তরা। মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, উত্তর পূর্বাঞ্চল থেকে মোট ৯০ জন শিল্পী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ আসছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকেও আসছেন ১৩জন শিল্পী। তাছাড়া জি বাংলায় নীহারিকা, সৌরভিও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। তিনি আরও জানিয়েছেন, মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আরক্ষা প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। এছাড়া মেলার দিনগুলিতে  বিদ্যুৎ বিভ্রাট না হয় সেদিক দিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা দিন রাত নিরলস পরিশ্রম করে চলেছেন ।  ১০জুলাই  খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প  

error: Content is protected !!