যারা দায়িত্ব পালন করবেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবেঃ বিপ্লব

আগরতলাঃ যারা দায়িত্ব পালন করবেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রাইক বরদাস্ত করা হবে না। জোনাল অফিসাররা এখন থেকে ১৫ দিন মাঠে নেমে কাজ করবে। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে গিয়ে  বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্থানীয় কাউন্সিলার এবং সেক্টর অফিসারদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, স্মার্ট সিটির পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো হচ্ছে।এর জন্য আরও দেড় থেকে দুবছর সময় লাগবে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হবে। কিন্তু তার জন্য আগরতলা শহরবাসী আবর্জনার মধ্যে থাকবে এটা হতে পারে না। আবর্জনা মুক্ত রাজ্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।  ১৫ দিন ফিল্ড ভিজিট এবং ১৫ দিন প্রশাসনিক কাজ করতে হবে জোনাল অফিসারদের। যারা কাজ করতে চাইবে না তারা বাড়ি চলে যেতে পারে। কাজ না করে স্ট্রাইক করলে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি। আগরতলাকে জঞ্জালমুক্ত, ম্যালেরিয়া মুক্ত করতে হবে। সেগুলি নিজেরা স্বতঃস্ফূর্তভাবে না করলে সম্ভব নয়। বহু জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। কোন কোন জায়গা দখল বা নির্মাণ করে বন্ধ করে রাখা হয়েছে। এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পরিবর্তন আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।  মহারাজগঞ্জ বাজারের পুকুর পুনরুদ্ধারের জন্য স্মার্ট সিটিতে পরিকল্পনা রয়েছে। সৌন্দর্য করনের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালন করতে হবে।

error: Content is protected !!