কেন মে দিবসে রাজ্যে সরকারি ছুটি নয়, জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলাঃ “মে দিবসে সরকারি কর্মচারীদের কিসের ছুটির দরকার? মে দিবস শ্রমিকদের জন্য । সরকার শিল্পক্ষেত্রে শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করেছে। কিন্তু সেক্রেটারিয়েটে কেন ছুটি ঘোষণা করবে সরকার? সেক্রেটারিয়েটে যারা কাজ করে তারা কি শ্রমিক? আমি কি শ্রমিক? না আমি শ্রমিক নই,আমি মুখ্যমন্ত্রী।“

মে দিবসে সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সরকার এবার মেদিবসের দিন সরকারি ছুটি ঘোষণা করেনি রাজ্যে। কিন্তু রেসট্রিকটেড হলিডে ঘোষণা করেছে সরকার। অর্থাৎ যদি কোন সরকারি কর্মচারী মনে করে তাহলে সে ওইদিন ছুটি নিতে পারবে। বা সেই কর্মচারী যদি মনে করেন যে ছুটি নেবেন না তাহলে তিনি কাজ করতে পারবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন,  “সেক্রেটারিয়েটে যারা কাজ করে তারা ফাইলপত্র দেখাশোনা করে । সেক্রেটারিয়েটের কর্মীরা কোন শিল্পক্ষেত্রে কাজ করে? না তারা কোন শিল্পক্ষেত্রে কাজ করেনা। তাহলে তাদের কেন ছুটি লাগবে? এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক ব্যাক্তিকে সঠিক ছুটি দিয়েছে।“শ্রমিকদের জন্য ১ মে ছুটি ঘোষণা করা হয়েছে।“

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেছেন,  ওই দিন কেউ যদি কাজ করে তাহলে করতে পারে আবার কেউ না চাইলেও করতে পারে।  এরপর মে দিবস নিয়ে সিপিএমকে ইশারায় ইশারায় কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এরা কোন একটা কিছু বোঝেই না ।  আমি তো ভাবতেই পারছিনা যে ২৫ বছর ধরে এরা কিভাবে সরকার চালিয়েছে।“

error: Content is protected !!