পিতা ও কন্যাকে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টা,অভিযুক্ত প্রতিবেশী

 হক জাফর ইমাম(মালদা) পিতা ও কন্যাকে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে । আহত পিতার নাম বোচন চৌধুরী এবং তার কন্যা জয়শ্রী চৌধুরী । বর্তমানে আহত পিতা ও কন্যা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির বিনোদপুর অঞ্চলের সাট্টারী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিবেশী তাপস চৌধুরী বেশ কয়েক বছর আগে তাদের বাড়ির বেশ কিছুটা জায়গা দখল করে নিজের বাড়ি তৈরি করে । এই নিয়ে তাদের মধ্যে পুরনো বিবাদ ছিল। এরই মধ্যে বেশ কিছুদিন হল তাপস চৌধুরীর পরিবার তাদের বাড়ীর নোংরা জল ও আবর্জনা প্রায়ই আক্রান্তদের বাড়ির মধ্যে ফেলছিল । ফলে আক্রান্তের বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ । বার বার অভিযোগ জানালেও অবস্থার পরিবর্তন হয়নি । এদিন তাপস চৌধুরীর বাড়ীর থেকে আক্রান্তের বাড়ীতে আবারও নোংরা জল ও আবর্জনা ফেলা হয় । ঘটনার প্রতিবাদ করে বোচন চৌধুরী। অভিযোগ, এরপরই তাপস চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বোচনের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। বোচন চৌধুরীকে লোহার ছেনি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । ঘটনা দেখতে পেয়ে তার মেয়ে তাকে বাঁচাতে আসলে তাকেও ইট দিয়ে মারধর করা হয় । এতে বোচন চৌধুরীর বাম পায়ে এবং তার মেয়ের বুকে ও ডান হাতের আঙ্গুলে গুরুতর আঘাত লাগে।

ঘটনায় অন্যান্য প্রতিবেশীরা আহত পিতা ও কন্যাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। আহতের পরিবারের পক্ষ থেকে তাপস চৌধুরী সহ ৫ জনের নামে মালদা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here