“আপনার মধ্যে মেধা থাকলে কেও আপনাকে আটকাতে পারবে নাঃ সুধাংশু দাস

অয়ন মজুমদার(কৈলাশহর)  “আপনার মধ্যে যদি মেধা থাকে তাহলে কেও আপনাকে আটকাতে পারবে না। অতীতে যে সিষ্টেমের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হতেন সেই সিষ্টেম এখন বন্ধ হয়ে গেছে । তাই ছাত্রছাত্রীরা এসব না ভেবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পিছপা না হন” । শনিবার কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে ঊনকোটি জেলা ভিত্তিক কলা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। ঊনকোটি জেলার সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের উদ্যোগে কলা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিধায়ক সুধাংশু দাস ছাড়া ও ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক শ‍্যামল দাস সহ অনান্য আধিকারিকরা এই  উৎসবে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here