ছটপুজো উপলক্ষে ড্রোনের মাধ্যমে মহানন্দা নদীর পাড়গুলিতে নজরদারি পুরসভা ও জেলা প্রশাসনের

হক জাফর ইমাম(মালদা) সামনেই ছটপুজো। আর সেই উপলক্ষে ড্রোনের মাধ্যমে ছট পূজায় মহানন্দা নদীর পাড়গুলিতে নজরদারি পুরসভা ও জেলা প্রশাসনের।

 ইতিমধ্যে মালদার বিভিন্ন নদীর ঘাটগুলিতে সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। রাতদিন এক করেই শহরের মহানন্দা নদীর বিভিন্ন ঘাটের সংস্কারের কাজ চালাচ্ছে পুরসভা ও জেলা প্রশাসন।  গভীর জলে পুজো প্রার্থনাকারী  যাতে না নামেন তার জন্য থাকছে জলযান।  বাইরে থেকে নিয়ে আসা হয়েছে স্পিডবোট । থাকছে সার্চলাইটের ব্যবস্থাও।  এমনকি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফ থেকেও ডুবুরির ব্যবস্থা করা হয়েছে।

 যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই জোরদার উদ্যোগ নিয়েছে  ইংরেজবাজার পুরসভা এবং জেলা প্রশাসন  ।  উল্লেখ্য,  ইংরেজবাজার পুরসভার মধ্যেই রয়েছে মহানন্দা নদী । শহরের ২৯ টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ১০ টি ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী।  ছট পূজার দুদিন এই নদী পাড়ে ভক্ত থেকে দর্শনার্থীদের বিশাল জমায়েত হয় ।মালদা শহরের বালুচর, মিশন ঘাট, সদরঘাট, রেল কলোনি , গয়েশপুর সহ একাধিক এলাকায় ছট পুজোর ভক্তদের নদীতে ভিড় জমান।  সেইসব জায়গায় ঘাট সংস্কারের পাশাপাশি যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার নজরদারি চালাবে  পুরসভা সহ জেলা প্রশাসন।

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন, শহরের যে সব মহানন্দ নদীর ঘাটে ছট পুজোয় ভক্ত, দর্শনার্থীদের ভিড় হয়।  পুরসভার তহবিল থেকেই প্রায় কোটি টাকা খরচ করে সেই সব এলাকার ঘাট সংস্কারের কাজ শুরু করা হয়েছে।  ধুস ,বালি ,মাটি এবং টুকরো ইট ফেলে নদীর পাড়ে চলাচলের জন্য উপযোগ্য করে তোলা হচ্ছে । পাশাপাশি প্রতিটি নদী পার এলাকাগুলিতে রাতে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে ।
এছাড়াও ছট পুজোর সময়টুকু যতক্ষণ ভক্ত , দর্শনার্থীদের ঘাটে ভিড় থাকবে । ততক্ষণ পুরসভার পক্ষ থেকেও  ড্রোন ক্যামেরা আকাশে উড়িয়ে সমস্ত কিছুর তদারকি চালানো হবে ।এছাড়াও প্রশাসনের কাছেও স্পিডবোট চেয়ে নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়েছে। পুরসভার কমপক্ষে ১০০ জন অস্থায়ী কর্মী শহরের বিভিন্ন নদীঘাটগুলিতে নৌকা ও স্পিডবোডে ঘুরে নজরদারি চালাবে। ছট পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় । তার জন্য পুরসভার পক্ষ থেকে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে।জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য জানিয়েছেন,  ছট পুজোর সময় প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন,  ছট পুজোর দুইদিন সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ বিভিন্ন নদী ঘাটগুলিতে মোতায়েন থাকবে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে । সুষ্ঠু ও শৃঙ্খলা বদ্ধ ভাবেই যাতে দর্শনার্থীরা ছট পুজোর সময় নদী পাড় গুলিতে যাতায়াত করতে পারেন তার দিকে নজর রাখা হচ্ছে।

error: Content is protected !!