আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বলে রান্নাঘরে গিয়েছিলো তারপর যা হলো……

গনেশ সাহা(বহরমপুর)- গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মৃত্যু হল দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম তনুশ্রী নন্দী(১৮)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বহরমপুর থানার সাটুই এলাকায়। রবিবার সকালে মৃত ছাত্রীর তনুশ্রীর মা গঙ্গায় স্নান করতে যায় । সেই সময় তনুশ্রী রান্না ঘরে গিয়েছিল আলু ভাজতে, আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বলে । হঠাৎই প্রচন্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয় এবং রান্নাঘরে আগুন লেগে যায় । সেই আগুন আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে।

বিস্ফোরনের শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখে গোটা ঘরে আগুন জ্বলছে । ঘটনার খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে । তনুশ্রীর সারা শরীর আগুনে পুড়ে যা য়। দমকল কর্মীরা তনুশ্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে। বাবা তমাল নন্দী জানিয়েছেন যে, তিনি NBST বাসের ড্রাইভার। এদিন সকালে বাস নিয়ে বেরিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন।

তিনি বলেন মেয়ের বিয়ের ঠিক হয়েছিল আগামী ২রা ডিসেম্বর। ছাত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here