রাতের বেলা বন্ধ ওষুধের দোকান, শীত ঘুমে স্বাস্থ্যদপ্তর

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) রাতের বেলায় ওষুধের দোকানগুলো বন্ধ থাকায় প্রায় প্রতিদিন-ই প্রানের ঝুঁকি নিতে হচ্ছে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  ভর্তি থাকা রোগীদের । ওষুধ কিনতে প্রায় প্রতিরাতেই রোগীর আত্মীয়দের ছুটে যেতে হচ্ছে সাত কিলোমিটার দূরে শান্তিরবাজার মহকুমায়। শনিবার রাতেও ঘটেছে ঠিক একই ঘটনা । প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার রাতে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  ভর্তি হন এক মহিলা । কিন্তু হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় ওই মহিলার পরিবারকে। পরবর্তী সময়ে হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে অন্য একজন গর্ভবতী  মহিলার থেকে ওষুধ সংগ্রহ করতে হয়।

হাসপাতালের চিকিৎসক জে এম দাস জানিয়েছেন, হাসপাতালের বাইরে ওষুধের দোকান গুলিকে রাতের বেলা দোকান খুলে রাখার কথা বারবার বললেও তারা কোন কর্ণপাত করেন না । এই নিয়ে ওসুধের দোকানের মালিকরা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি হয়নি। সঠিক সময়ে ওষুধ না পাওয়ার কারনে অনেক রোগী এখন আর বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে চাইছেন না । সকলের মনে একটাই আতঙ্ক যে ওষুধের দোকান বন্ধ থাকবে। প্রয়োজনের সমত ওষুধ পাবেন না।  এখন এটাই দেখার যে হাসপাতালের রোগীদের কথা চিন্তা করে প্রশাসন কি ব্যবস্থা গ্রহন করে।

error: Content is protected !!