আজকের দর: জেনে নিন ৯ই ডিসেম্বর সকালে সোনা, রুপা, পেট্রোল-ডিজেল ও টাকার মূল্য

সুদীপ্ত ঘোষঃ রবিবার সকালে ভারতীয় বাজারে বিভিন্ন স্থানের সোনা, রুপা, পেট্রোল ও ডিজেলের দাম এবং ইউএস ডলার ও ইউরোর সাপেক্ষে টাকার মূল্যের রিপোর্ট দেওয়া হল। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এই দাম ও টাকার মূল্যের কোন পরিবর্তন রবিবার হলে তা জানিয়ে দেওয়া হবে।

  • রাজধানী দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম শনিবারের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০৩০০ টাকা এবং মুম্বাইতে গতকালের তুলনায় ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০৬০০ টাকা। কলকাতা সহ আগরতলার সোনার দাম গতকালের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১০ গ্রাম সোনার দাম ৩০৭৭০ টাকা।
  • আজ প্রতি কেজি রুপার দাম গতকালের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৪১২৫০ টাকা।
  • অন্যদিকে রাজধানী দিল্লীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম গতকালের তুলনায় ১৫ পয়সা ও ২১ পয়সা কমে যথাক্রমে ৭০.৫৫ টাকা ও ৬৫.০৯ টাকা হয়েছে । অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ পয়সা কমে ৭৬.১৩ টাকা এবং ডিজেলের দাম ২২ পয়সা কমে ৬৮.১০ টাকা হয়েছে । মহানগর কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম গতকালের তুলনায় ১৫ পয়সা ও ২১ পয়সা কমে যথাক্রমে ৭২.৬০ টাকা ও ৬৬.৮২ টাকা হয়েছে । উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ পয়সা কমে ৬৭.৩৮ টাকা এবং ডিজেলের দাম ২০ পয়সা কমে ৬৩.৩৬ টাকা।
  • আজ প্রতি ইউএস ডলারের দাম ৭১.৩৮ টাকা এবং ইউরোর দাম ৮১.৪৩ টাকা।
error: Content is protected !!