দক্ষিন এশিয়া যুবা সামিটে অংশ নিতে কলম্বোয় রাজ্যের ছেলে সুজিত

আগরতলাঃ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় দক্ষিন এশিয়া যুবা সামিটে কার্যকরী কমেটিতে স্থান পেয়েছেন রাজ্যের যুবা সমাজকর্মী সুজিত ঘোষ। এবারের সামিটের ভাবনা “একটি সংসহত দক্ষিন এশিয়া”। ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর কলম্বোর বন্দর নায়েক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দক্ষিন এশিয়া যুবা সামিট ।

এবারের যুবা সামিটে কার্যকরী কমেটিতে স্থান পেয়েছেন সুজিত বাবু । তিনি মূল অনুষ্ঠান পরিচালনার সহ উপদেষ্টা এবনং বিশ্বের বিভিন্ন বিষয়ে দক্ষ বিসেষজ্ঞদের ভাষণ পর্ব সামলাবেন। বিভিন্ন দেশ থেকে বাছাই করা মোট ৪৫০ জন যুব কর্মী অংশ নেবেন এই যুব সামিটে । ২৬ নভেম্বর কলম্বিয়ার উদ্যেশ্যে রওনা দেবেন তিনি। দক্ষিন ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লকের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা সুজিত ঘোষ দেড় দশক ধরে নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত । বর্তমানে তিনি ভলান্টারী হেলথ এসোসিয়েশনে-র সহ অধিকর্তা হিসাবে কর্মরত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here