শুরু হলো দ্বাদশ বিধানসভার ত্রয়োদশ অধিবেশন

আগরতলাঃ শুক্রবার থেকে শুরু হলো দ্বাদশ বিধানসভার ত্রয়োদশ অধিবেশন। ২৭ নভেম্বর পর্যন্ত মোট তিনদিন চলবে এই অধিবেশন । প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয়েছে অধিবেশনের কাজ।  এবারের অধিবেশনে ১০টি বিল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 উল্লেখযোগ্য বিলগুলি হলো এসসি,এসটি সংরক্ষন আইন সংশোধন করে শারীরিক প্রতিবন্ধীদের জন্য চার শতাংশের ব্যবস্থা করা। আইপিসি/সিআরপিসি সংশোধন করে ছিনতাইবাজ,বাইক ও গরু পাচারকে অপরাধ হিসাবে সুনিদিষ্ট ভাবে উল্লেখ করে সাজার পরিমান ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত বৃদ্ধি সহ আরও বেশ কয়েকটি বিল বিধানসভার অধিবেশনে উত্থাপিত হবে। ৫টি করে বিলগুলিতে ভোটাভুটি হবে সোমবার ও মঙ্গলবার ৫টি করে বিলগুলিতে ভোটাভুটি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here