অসাবধানতার কারনে মাতাবাড়িতে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর) মাতাবাড়িতে এসে ধূপকাঠি মোমবাতি লাগাতে গিয়ে অসাবধানতার কারনে শাড়িতে আগুন লেগে শরীরের কিছুটা ঝলসে গেলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মাতাবাড়িতে। বর্তমানে এই মহিলা গোমতী জেলা হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতাবাড়িতে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে মাতাবাড়িতে এসেছিলেন আগরতলা অরুন্ধতী নগরের বাসিন্দা লীলা রানী দেব । উনি মাতাবাড়িতে এসে মাতাবাড়িতে ধূপকাঠি মোমবাতি লাগাতে গিয়ে অসাবধানতার কারনে হঠাৎ করে উনার শাড়িতে আগুন লেগে ওনার শরীরের কিছুটা ঝলসে যায় । সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে মন্দির কতৃপক্ষ সহ পেড়া ব্যবসায়ী ও মাতাবাড়িতে আসা পূর্নার্থীরা কোনও রকমে আগুন নিভিয়ে দমকলে খবর দিলে দমকলের কর্মীরা মাতাবাড়ি এসে মহিলা কে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। অসাবধানতার কারনেই এই ঘটনা বলে সকলের অভিমত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here