মোবাইলে কথা বলছিলেন বাসচালক,তারপরেই…

সঞ্জয় রায়(বালুরঘাট)-  ১১ নভেম্বর: যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুকুরে।  রবিবার দুপুরে পথদুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের মাঝিনা এলাকায়। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের উলটে গেল  বেশ কয়েকজন আহত  হয়।  তবে নিহতের এখনো পাওয়া যায়নি।  পুকুরে খোজ চালাচ্ছে পুলিশ ও দমকল কর্মী।

এদিন দুপুরে নালাগোলা থেকে বালুরঘাট অভিমুখে যাত্রীবাহী বাসটি আসছিল । সেই সময় পথ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। যায় দমকল কর্মীরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়েছে নিরাপদে। বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এখনও মৃত্যুর কোন খবর নেই। চলন্ত গাড়িতে চালক মোবাইলে কথা বলছিল, যার ফলে পথ দুর্ঘটনটি ঘটে বলে প্রাথমিক অনুমান। গাড়ির চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here