এ এক নতুন দৃশ্য দেখলো রাজ্যবাসী

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) রাজধানীর রাজপথ দিয়ে দৌড়ে চলেছেন মুখ্যমন্ত্রী আর তাঁর সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন শয়ে শয়ে জনতা । এমন দৃশ্য সচারাচর চোখে পড়েনি রাজ্যবাসীর । কিন্তু এবার সেই দৃশ্য দেখল রাজ্যবাসী। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । সারা দেশের পাশাপাশি রাজধানী আগরতলাতে পালিত হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিবস । সারা দেশে এই দিনটি “রাষ্ট্রীয় একতা দিবস” হিসাবে পালন করা হয়ে থাকে । রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের পক্ষ থেকে “একতার দৌড়” আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ক্রিয়া মন্ত্রী মনোজ কান্তি দেব সহ মন্ত্রীসভার অনান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতেই শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। এরপর ফ্ল্যাগ অফ করে ”রাষ্ট্রীয় একতার দৌড়ের” সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভারঅনান্য সদস্যরা। “ভারতবর্ষকে একত্রিত করনের জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান চিরস্মরনীয়। আমাদের মধ্যে যে একতা রয়েছে তা সম্ভব হয়েছে একমাত্র সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্য।“ রাষ্ট্রীয় একতা দৌড় অনুষ্ঠানে অংশ নিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ করে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । পাশাপাশি গুজরাটের গান্ধীনগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৮২ মিটার স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্বামীবিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় উমাকান্ত স্কুলের মাঠে । সেখানে গিয়ে উমাকান্ত স্কুলের ছাত্রদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন তাদের সঙ্গে । আজকের এই দৌড়ে অংশ নিয়েছিলো বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।  আর আজকের সকালে যে দৃশ্যের সাক্ষী থাকলো রাজ্যবাসী তা এক কথায় অভাবনীয়।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here