স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন অনুষ্ঠান (লাইভ)

ফটো সৌজন্যে-ডি ডি নিউজ
  • আমাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশঃ প্রধানমন্ত্রী

  • সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলে একতার প্রতীকঃ প্রধানমন্ত্রী

  • বিরোধীদের কাজ সমলোচনা করাঃ প্রধানমন্ত্রী

  • দেশের মহাপুরুষদের সম্মান জানানো অপরাধ? বিরোধীরা এর মধ্যে রাজনীতি দেখছেনঃ প্রধানমন্ত্রী

  • এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্য ছিলো সর্দার ভাই প্যাটেলেরঃ প্রধানমন্ত্রী

  • সর্দারের মধ্যে ছিলো কৌটিল্যের কূটনীতিঃ প্রধানমন্ত্রী

  • যখন আমি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম তখনই এই মূর্তি তৈরির কথা ভেবেছিলাম

  • দেখতে দেখতে গোটা ভারত এক হয়ে গেছে : প্রধানমন্ত্রী

  • বিশ্বকে সমৃদ্ধির বার্তা দেবে এই মূর্তি : মোদি

  • দেশজুড়ে কৃষকদের কাছে জমি চাওয়া হয়েছিল৷ ক্ষেত খামারে ব্যবহৃত যন্ত্র চেয়েছিলাম৷ সকলে এগিয়ে এসে একে জনআন্দোলনে পরিণত করেন৷ বহু টন লোহার যন্ত্রে মূর্তির কাঠামো তৈরি হয়৷’’ : প্রধানমন্ত্রী

  • ‘রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে গোটা দেশ৷ দেশের প্রতিটি কোণে একতার জন্য যুবসমাজ দৌড়চ্ছেন৷ রান ফর ইউনিটি৷ আজকের এই দিনটি দেশের কাছে স্মরণীয় দিন৷ এতদিন সর্দার প্যাটেলকে সেই যোগ্য সম্মান দেওয়া হয়নি৷ বর্তমান সরকার সেটা করে দেখিয়েছে এবং নতুন ইতিহাসও তৈরি করেছে৷ ভারত ভবিষ্যতে চলার পথে প্রেরণা পাবে৷ সর্দার প্যাটেলের মূর্তি দেশকে সমর্পণ করে ভালো লাগছে৷’’: প্রধানমন্ত্রী

  • ‘‘যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম তখন ভাবিনি প্রধানমন্ত্রী হিসাবে আমি এই মূর্তির উন্মোচন করব৷’’ প্রধানমন্ত্রী

  • প্রধানমন্ত্রীর হাত ধরে উন্মোচিত হলো “স্ট্যাচু অফ ইউনিটি”

  • এটা নরেন্দ্র মোদির স্বপ্ন ছিল, আজ তা সত্যি হল  : বিজয় রূপানি

  • বক্তব্য রাখছেন বিজয় রূপানি

  • টেন্ট সিটি, নর্মদা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • মূল অনুষ্ঠান মঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচনের জন্য পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আহমেদাবাদঃ বুধবার সারা দেশে পালিত হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিবস । সেই উপলক্ষে গুজরাতের নর্মদা নদীর তীরে সর্দার সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৮২ মিটার সুউচ্চ স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বড় মূর্তি সেটি।  সেই উপলক্ষে মঙ্গলবারই ট্যুইট করে মোদী লেখেন, আগামীকাল সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করা হবে৷ নর্মদার তীরে নির্মিত সর্দার প্যাটেলের এই মূর্তি দেশের প্রতি তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস৷

LIVE : PM Shri Narendra Modi dedicates 'Statue of Unity' to the Nation in Kevadia, Gujarat.

Posted by Bharatiya Janata Party (BJP) on Tuesday, 30 October 2018

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here