“নতুন সরকার রাজ্যবাসীকে নতুন দিশা দেখানোর চেষ্টা শুরু করেছে”

আগরতলাঃ  রাজ্যের পূর্বাতন বামফ্রন্ট সরকার দীর্ঘ ২৫ বছরে রাজ্যবাসীর মাথায় নানা ধরনের বোঝা চাপিয়ে দিয়ে গেছে । বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর এইসব বোঝা লাঘব করে রাজ্যবাসীকে এক নতুন দিশা দেখানোর চেষ্টা শুরু করেছে । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার মানুষের মূল সমস্যাগুলির সমাধানে একটি বড় বিস্তর পদক্ষেপ নিয়েছে । এর মধ্যে একটি বড় বিষয় ছিলো ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের ভবিষ্যৎ । বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ১০৩২৩ শিক্ষকদের চাকরির মেয়াদ ২ বছর বৃদ্ধি করেছে । বিজেপি পার্টির রাজ্য নেতৃত্ব সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় । পাশাপাশি রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ ও সরকারের ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানায়।  বৃহস্পতিবার বিজেপি সদর কার্যালয়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরির মেয়াদ ২ বছর বৃদ্ধি করার জন্য সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনে একথা গুলি বলেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, রাজীব ভট্টাচার্য সহ অনান্য নেতৃবৃন্দরা।

error: Content is protected !!