কাটল না ২৪ ঘন্টা, তারমধ্যেই প্রকাশ্যে শাসকের গোষ্ঠীকোন্দল

গৌতম পাল(রায়গঞ্জ)  দায়িত্ব পাওয়ার পরেই পুরোনো জেলা কমেটি ভেঙ্গে নতুন জেলা কমেটি গঠন করেছেন তৃনমূল-কংগ্রেস ছাত্র পরিষদের নতুন সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বুধবার তৃনমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে ১৭টি জেলার তৃনমূল ছাত্র পরিষদের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই টিএমসিপির জেলা সভাপতি পরিবর্তন করার প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের বি বি ডি মোড়ে রাস্তা অবরোধ করে বিদায়ী সভাপতি অজয় সরকারের অনুগামীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়। নব নির্বাচিত সভাপতি অনুপ কর জানিয়েছেন দল তাকে এই দায়িত্ব দিয়েছে । যারা এই পরিবর্তনের বিরুদ্ধে রাস্তা অবরোধে সামিল হয়েছে তারা কেউ তৃনমূল ছাত্র পরিষদের কর্মি নন।

উত্তর দিনাজপুর জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন অজয় সরকার। তাকে সরিয়ে  অনুপ করকে নতুন সভাপতি করা হয়।এই নির্দেশ হাতে আসার পরই আন্দোলনে নামে অজয় সরকার অনুগামীরা। রায়গঞ্জ শহরের বি বি ডি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অজয় সরকার অনুগামীরা। তাদের অভিযোগ, তৃনমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি এবং জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যের কোন রকম আলোচনা না করা এই পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন তারা মানছেন না। এই আদেশনামা স্থগিত রাখার দাবি করা হয়েছে। নব নির্বাচিত সভাপতি অনুপ কর জানিয়েছন, দল যাকে ভাল মনে করেছে তাকেই সভাপতি করেছেন। যারা রাস্তা অবরোধে সামিল হয়েছে তারা কেউ তৃনমূল ছাত্র পরিষদের কর্মি নন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here