দীর্ঘতম রেল ব্রিজের উদঘাটন ২৫ শে ডিসেম্বর

ওয়েবডেস্ক: ২৫শে ডিসেম্বর ভারতের বৃহত্তম রেল ব্রিজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫সে ডিসেম্বর ব্রিজের উদ্ঘাটন করা হবে। প্রসঙ্গত গত আগস্ট মাসেই তার দেহান্তর হয়েছে। তিনিই ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন এই ব্রিজের শিলান্যাস করেন।

আসামের ধামেজি ও ডিব্রুগড় জেলার মধ্যে ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরী এই বোগীবিল ব্রিজ। বর্তমানে অরুণাচল প্রদেশের সাথে আসামের যোগাযোগ ব্যবস্থায় প্রায় ৫০০ কিমি পথ অতিক্রান্ত করতে হয়। কিন্তু ব্রিজটি চালু হলে সেই দূরত্ব কমে ১০০ কিমি হবে।

স্বাভাবিকভাবেই বোগীবিল ব্রিজ আসাম ও অরুণাচলের জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর করবে। কৌশলগতভাবে অরুণাচলের সাথে চীনের সীমানা থাকায় কোনরকম আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীকে কম সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া যাবে।
ব্রিজটি নির্মাণে প্রাথমিকস্তরে ৩২৩০.০২ কোটি টাকা বরাদ্দ হলেও পরবর্তী সময়ে ব্রিজের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ৪৮৫৭ কোটি টাকা খরচ হয়।

error: Content is protected !!