শরীরের উপর দিয়ে চলে গেল বাস, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলেন বৃদ্ধা

কল্যাণ অধিকারী (হাওড়া,পশ্চিমবঙ্গ): বাসের চাকা শরীরের উপর দিয়ে চলে গেলে কোমরের নিচের অংশ গভীর ভাবে চোট লাগে। রক্তাক্ত অবস্থায় প্রায় আধঘণ্টা রাস্তার উপর পড়ে থাকে এক বৃদ্ধা। পরে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কলকাতায় পাঠানো হয়। আহত বৃদ্ধার নাম আশালতা কাঁড়ার (৭৫)।

জানা গেছে, বৃদ্ধার বাড়ি হাওড়া বালটিকুরি খালদার পাড়া এলাকায়। এ দিন চিকিৎসা করাতে এসেছিলেন কোনা স্বাস্থ্যকেন্দ্রে। ফিরবার সময় দাশনগর থানার কাছে বাসের ধাক্কায় গুরুতর জখম হন। প্রায় আধঘণ্টা রাস্তায় পড়ে থাকেন। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে বাস চালক কিছুটা দূরে বাস রেখে পালিয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘড়িতে তখন বেলা বারোটা। ৭৩ নম্বর রুটের ধর্মতলা গামী বাসটি সিটিআই মোড় ঘুরছিল কিছুটা বাম দিক চেপে। সেইসময় বৃদ্ধার শরীরের অর্ধেক অংশের উপর দিয়ে চলে যায়। ওই অবস্থায় বৃদ্ধা আধঘন্টা রাস্তাতেই পড়ে থাকেন। পথচলতি মানুষ দেখলেও উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়। খবর পেয়ে চলে আসে পরিবারের লোকজন। নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় নীলরতন সরকার হাসপাতালে।

এই ঘটনায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা দুটি বাসে বিস্তর ভাঙচুর চালায়। ঘটনাস্থলে দাশনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক।

error: Content is protected !!