মুক্তির আগেই বিতর্কে শাহরুখ খানের ‘জিরো’

সংহিতা চক্রবর্তী: ২১শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বলিউডের বাদশা শাহরুখ খানের ‘জিরো’। গত ২৯শে নভেম্বর বৃহস্পতিবার একটি গানের শুটিং চলাকালীন সেটে আগুন ধরে, যদিও তাতে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেইসময় সেটে কিং খান উপস্থিত ছিলেন ।

সংবাদমাধ্যম টাইমস নাউয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৩০শে নভেম্বর অর্থাৎ আগুন লাগার ঠিক পরের দিন মুম্বাই হাইকোর্ট ‘জিরো’ সিনেমা প্রসঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে একটি নির্দেশ আসে এবং তাতে বলা হয় এই সিনেমাটিতে শিখধর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কিছু আছে কিনা তার রিপোর্ট ১৮ই ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে।

ছবিটিতে শিখ ধর্মের উপর গুরুতর আঘাত করা হয়েছে, এই অভিযোগ জানায় অমৃতপাল সিং খালসা নামের এক আইনজীবী। সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ছবির এক দৃশ্যে অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শিখ ধর্মালম্বীদের মতে, শুধু অমৃতধারী শিখরা ধারণ করতে পারে এই কৃপাণ।”

তিনি আরও বলেন , “অন্য ধর্মালম্বীরা কেউ কৃপাণ পড়তে পারবেনা তা নয়। কিন্তু এই ছবিটিতে শাহরুখ খান যেভাবে কৃপাণ ধারণ করেছে সেটি আপত্তিজনক। ব্রিটিশদের আমলেও এই কৃপাণের জন্য অসংখ শিখ শহীদ হয়েছিলেন।”

কিন্তু এর পাল্টা জবাবে ছবির নির্মাতা আনন্দ.এল. রায় বলেন, “সেই দৃশ্যে ব্যবহত অস্ত্রটি কৃপাণ নয়, একটি ছোট তলোয়ার।” ছবিটি মুক্তির আগেই যেভাবে বিতর্ক তৈরী হচ্ছে তার সমাধান কবে সম্ভব তার প্রতীক্ষায় আছেন বাদ্শাপ্রেমীরা।

error: Content is protected !!