দাবি পূরণ না হলে আমরন অনশনের হুমকি দিলো উদ্বাস্তুরা

আশিস মিয়াঁ(সিপাহীজলা) উগ্রপন্থী হামলায়  উদ্বাস্তু পরিবারদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়া। উগ্রপন্থীদের হামলায় উদ্বাস্তু পরিবারদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা এবং উগ্রপন্থীর হামলায় উদ্বাস্তু পরিবারদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের দাবি নিয়ে সোমবার সিপাহীজলা জেলাশাসকের সঙ্গে দেখা করেন পশ্চিমজেলা ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমেটির এক প্রতিনিধি দল। জেলাশাসকের সঙ্গে দেখা করে প্রতিনিধি দলটি এই তিনদফা দাবী তার হাতে তুলে দেন।

বিগত সরকারের আমলেও বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য আন্দোলন করে আসছিলেন উদ্বাস্তুরা। কিন্তু তাদের দাবি-দাওয়ার সিংহভাগই পূরন হয়নি। তাই এবার পথ অবরোধ  কিংবা আমরণ অনশনের হুমকি দিলেন উদ্বাস্তুরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here