সরকার চায় ত্রিপুরা আগামীদিনে সারা দেশের কাছে উজ্জল উদাহরন হোকঃ শিক্ষামন্ত্রী

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) সোমবার থেকে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো দুদিন ব্যাপী খোয়াই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন  শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।  অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অনান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান,গণিত ও পরিবেশ সম্পর্কে সচেতনা বাড়ছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী  রাজ্যের  ছাত্র-ছাত্রীদের গণিত, বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে অধিক মনোযোগী হবার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে কোয়ালিটি এডুকেশনের উপর জোর দিচ্ছে। আগামী বছর রাজ্যে এন সি আই আর টি গাইডলাইন মেনে শিক্ষানীতি চালু হচ্ছে।  রাজ্য সরকার চায় ত্রিপুরা আগামীদিনে সারা দেশের কাছে উজ্জল উদাহরন হোক।

error: Content is protected !!