ইডির দপ্তরে এবার হাজীরা দিলেন টলি অভিনেতা প্রসেনজিৎ

কলকাতা: রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবা জন্য শুক্রবার সকালে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি) দফতরে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিত্‍‌ অভিনয় করেছিলেন।

ইডি সূত্রে খবর, রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল ১১ টা নাগাদ ইডি দফতরে আসেন পৌছান।

গত ৯ জুলাই, মঙ্গলবার ইডি তাঁকে হাজিরার জন্য নোটিশ পাঠান। রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকরা তার কাছে জানতে চাইবে কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

গতকাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৭ ঘন্টার বেশি সময় ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডির তদন্তকারী আধিকারিকরা। তাকেও রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বয়ান রেকর্ড করা হয়েছে।

error: Content is protected !!