অসমের সোনার মেয়ে ১৫ দিনের মধ্যে চতুর্থ সোনা জিতলেন অ্যাথলিটস-এ

অসমের সোনার মেয়ের দৌড় অব্যাহত রইল। একের পর এক সোনা জিতে দেশকে গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। বুধবার আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা পেলেন হিমা। ১৫ দিনের মধ্যে চতুর্থ সোনা জিতে নয়া কীর্তি গড়লেন।

এদিন চেক প্রজাতন্ত্রে আয়োজিত তাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন হিমা। সময় করলেন ২৩.২৫ সেকেন্ড। সবমিলিয়ে সাফল্যের সপ্তম আকাশে এখন হিমা। সোনার মেয়ের কৃতিত্বে খুশি দেশেবাসী। এমন সোনালি সাফল্য ছাড়াও আরও একটি কারণে তিনি দেশবাসীর কাছে গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছেন। বানভাসী অসমের ত্রাণ শিবিরে নিজের মাসিক বেতনের অর্ধেকটা দিয়ে দিলেন হিমা।

নিজের রাজ্যের এমন করুণ অবস্থা দেখে ব্যথিত হিমা। টুইটারে তিনি লিখেছেন, “অসমের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। ৩৩টির মধ্যে ৩০টা জেলাই বন্যায় বিপর্যস্ত। তাই প্রত্যেককে অনুরোধ জানাব এই দু্র্দিনে অসমের পাশে থাকুন। সাহায্য করুন। আমি সামান্য অনুদান দিয়েছি। আপনাদেরও বলব এগিয়ে আসতে।”

error: Content is protected !!