পঞ্চায়েত সচিবকে রাজ্য সরকারের জীবন্ত ক্যামেরা হয়ে উঠতে হবে: মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার গ্রামোন্নয়নের দফতরের উদ্যোগে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হল ঘরে পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ সেক্রেটারি, রুরাল প্রোগ্রাম সেক্রেটারি ও রুরাল প্রোগ্রাম ম্যানেজারদের নিয়ে এক কর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ গ্রামোন্নয়নের আধিকারিকরা।

একদিনের কর্মশালায় বক্ত্যব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পঞ্চায়েত সচিবদের বলেন, পঞ্চায়েতের অধীনে যতগুলি দফতর থাকবে তার সবগুলিতে নজরদারি রাখতে হবে পঞ্চায়েত সচিবদের। শুধু তাই নয় সবগুলি দফতরের উন্নয়নমূলক কাজের তদারকির রিপোর্ট সপ্তাহে একবার উপর মহলে পাঠাতে হবে পঞ্চায়েত সচিবকে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “পঞ্চায়েত সচিবকে সরকারের সিসিটিভি ক্যামেরা হয়ে উঠতে হবে। তিনি যখন সরকারের জীবন্ত ক্যামেরা হয়ে উঠবে তখন নিজে থেকেই আমাদের অবহেলিত রাজ্য আদর্শ রাজ্যে পরিণত হয়ে যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here