ঊনকোটির জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার অভিযোগে ডেপুটেশন এনএসইউআই জেলা কমিটির

ওয়েবডেস্ক: বুধবার ঊনকোটি জেলার জেলা হাসপাতালে পরিষেবা সহ বহু সমস্যা নিয়ে মেডিকেল সুপারের কাছে ডেপুটেশন জমা দিল এনএসইউআই জেলা কমিটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বহুদিন থেকেই জেলা হাসপাতালে রোগীরা কোনো পরিষেবা পাচ্ছেন না। সামান্য জ্বরেও রোগীদের অন্যত্র রেফার করে দেওয়া হয়। বিভিন্ন সময় চিকিৎসক শূন্য থাকে বিশেষজ্ঞ বিভাগগুলি। জরুরি অবস্থায় অধিকতর সময় নার্সদের দেখা পান না রোগীর আত্মীয়-স্বজনরাও।

জেলা হাসপাতালে আইসিইউএর ব্যবস্থা নেই। আইসিইউ রুম নির্মাণের কাজ বন্ধ কারণ বর্তমান সাস্থমন্ত্রী এই জেলা হাসপাতালের পরিকাঠামোয় অসুন্তষ্ট হয়ে একে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করতে চাইছেন। এনএসইউআইএর উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল সুপার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে অসম্মতি প্রকাশ করেন।

error: Content is protected !!