বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের

উত্তর দিনাজপুর(পশ্চিমবঙ্গ): রবিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মোস্তানপাড়া এলাকায় মোটর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর পঁচিশের এক যুবকের।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সপল হেমব্রম। হেমতাবাদ থানার মালন গ্রামের এই যুবক ছিলেন পেশায় জেসিবি চালক।সপল হেমব্রম মোটর বাইক নিয়ে হেমতাবাদ থেকে ১০এ রাজ্য সড়ক ধরে নিজের বাড়িতে ফিরছিলেন। কিন্তু মস্তানপাড়া এলাকায় এসে পৌঁছলে একটি লরির সাথে তার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here