BREAKING NEWS : ১০ই ডিসেম্বর অবরোধ ডাকলো আইএনপিটি

ওয়েবডেস্ক: রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্ত্যব্য রাখতে গিয়ে আইএনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, “নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহারের দাবিতে আইএনপিটি দল আগামী ১০ই ডিসেম্বর ১২ ঘন্টা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবে।”

তিনি আরো বলেন, “সড়ক অবরোধ শান্তিপূর্ণ হবে এবং প্রস্তাবিত বিলের ওপর জনগণের অনাস্থা বয়ে আনবে।”

আগামী ১০ই ডিসেম্বর জাতীয় সড়কের বড়মুড়া খামতিং বাড়ি ও মোহনপুর সীমনা সড়কগুলোতে অবরোধে বসবে আইএনপিটি কর্মী সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here