এক সময় বিচারক হেনস্থা কারীরা আজ সুশাসন প্রতিষ্ঠার দাবিদার

নিজেস্ব প্রতিনিধি(সাব্রুম) সিপিআইএম বিলোনিয়া sub-divisional কমিটির সম্পাদক রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্য কমেটির মেম্বার তাপস দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের মেম্বার বাবুলাল দেবনাথ এবং সিপিআইএমের বরিষ্ঠ নেতা ত্রিলোকেশ সিনহা রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন বিলোনীয়া আদালতের একজন বিচারককে আদালত চলাকালীন শারীরিক হেনস্থা করার অপরাধে ১৪ দিনের জন্য শ্রীঘরে যাত্রা করেছিলেন।

 বিচারক হেনস্থার পরও তারা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে পার পেয়ে যাওয়ার জন্য সব রকমের চেষ্টা করেছিলেন।  কিন্তু ৩৫  দিনের আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তাদের গ্রেপ্তার করে  এবং ১৪ দিনের হাজতবাস হয় তাদের।  ক্ষমতা হারিয়ে আজ তারা রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় সাব্রুমে বিক্ষোভ মিছিল করছেন। সময়ের এই কি নির্মম পরিহাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here