৩রা মে পর্যন্তই লকডাউন রাজ্যে, কিছু ক্ষেত্রে ছাড়ঃ মুখ্যমন্ত্রী।

আগরতলা ১৯ এপ্রিল: ২০ এপ্রিল থেকে লকডাউন উঠছে না,শুধুমাত্র দেশে করোনা মহামারী প্রতিরোধে যে সমস্ত অঞ্চল গ্রীনজোনে রয়েছে তাতে কিছুটা নিয়ম-কানুনে শিথিলতা আসবে। ত্রিপুরায় লকডাউন চলবে ৩রা মে পর্যন্ত।
রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় এ কথা জানিয়ে বলেন, লকডাউন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকায় ত্রিপুরা গ্রীনজোনে রয়েছে। তাই ২০ এপ্রিল থেকে রাজ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু কিছু ক্ষেত্রে কাজকর্ম জারি রাখার সুযোগ পাচ্ছে।
ছোট ইন্ডাস্ট্রি, ছোট দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, নির্মাণ কাজের মত বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকারের যাবতীয় নীতি নির্দেশিকা মেনে কাজ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারিতে বিএসএফ এবং পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ কাজে সীমান্ত এলাকার নাগরিকদের আরো বেশি সতর্ক থাকার আহ্বান রাখেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সামাজিক দূরত্ব উলঙ্ঘনের খবরে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ সীমান্তের যে এলাকাগুলিতে বর্ডার ফেন্সিং নেই, সেই সেই জায়গা গুলিতে বিএসএফের সাথে এলাকাবাসীকে নজরদারিতে সহযোগিতার আহ্বান রাখেন তিনি।।

   লকডাউনে বহি:রাজ্যে আটকে পড়া প্রায় ২০০০ নাগরিককে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাদের পরিবারের প্রতি মুখ্যমন্ত্রী পরামর্শ দেন টেলিফোনে যোগাযোগ বজায় রাখার। আরেকটু ধৈর্য ধরে যে যেখানে আছেন সেখানে অবস্থান করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। 
 এদিনের ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী প্রশাসনের সাথে যুক্ত আধিকারিক ও সাধারণ কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান, এই সংকট  সময়ে দ্রুততার সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান গুলি মানুষের কাছে পৌছে দেবার জন্য। 

গত ২২মার্চ প্রধানমন্ত্রীর আহবানে যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে রাজ্যবাসী জনতার কার্ফু পালন করেছেন। ৩রা মে পর্যন্ত সেভাবেই লকডাউন এর নীতি নির্দেশিকা ত্রিপুরাবাসী মেনে চলবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি সবাইকে আরো কিছুদিন ধৈর্য্য পরীক্ষা দেবার আবেদন রাখেন। মুখ্যমন্ত্রী বলেন, “১৩০ কোটির দেশ এমন ডিসিপ্লিনে থাকা পুরো দুনিয়াতে উদাহরণ নেই।”
ধীরে ধীরে লকডাউন উঠে গেলে রাজ্যবাসীর পরামর্শমতো সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আবারো রাজ্যবাসীর উদ্দেশ্যে সবাইকে লকডাউন এর নীতি নির্দেশিকা মেনে চলার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!