সংক্রমণের হার কমছে ভারতেঃ কেন্দ্র

লকডাউন চলছে দেশ জুড়ে। প্রত্যেক দিনই নতুন করে আক্রান্ত হওয়ার খবর আসছে। আসছে মৃত্যুর খবরও। এই অবস্থায় আশার কথা শোনাল কেন্দ্র। জানানো হল, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ক্রমশ কমছে।

সোমবার এই তথ্য দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, লকডাউনের আগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল ৩.৪ দিনে। আর এখনই সেটা হচ্ছে ৭.৫ দিনে। গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী ৭.৫ শতাংশ কমেছে দ্বিগুণ হওয়ার হার।

কতটা দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে, সেটারই হার খরিয়ে দেখে এই রিপোর্ট দেওয়া হয়েছে। আগেই অবশ্য কেন্দ্র জানিয়েছিল যে, লকডাউনের ফল পাওয়া গিয়েছে, তাই সেটা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ১৭ হাজার ২৬৫ জন আক্রান্তের মধ্যে ২৫৪৬ জন সুস্থ হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মৃত্যুর হারও বেশি। অন্যদিকে দিল্লিতে ইতিমধ্যে ২০০০ জন ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা।

error: Content is protected !!