২ সপ্তাহের মধ্যে দাড়িভিট কান্ডে রিপোর্ট চাইলো হাইকোর্ট

কলকাতাঃ দাড়িভিট হাইস্কুলের ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন স্কুলে পড়ুয়া-পুলিস সংঘর্ষ এবং  ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট চাইলো আদালত।

শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল । পড়ুয়া-পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্রের। পরে হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মন নামে আরও এক প্রাক্তনীর। এই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here