এবার এই জায়গায় গেলে নাও পেতে পারেন মদ-মাংস

অযোধ্যাঃ এবার কি অযোধ্যায় বন্ধ হতে পারে মদ-মাংস বিক্রি? সূত্রের খবর যোগী আদিত্যনাথের সরকার খুব শিগগিরি এই নিয়ম চালু করতে পারে।  সূত্রের খবর গোটা জেলায় কেউ মদ-মাংস বিক্রি করতে পারবে না ।

সরকারের পক্ষ থেকে  এমনটাই নির্দেশ জারি আসতে চলেছে  শীঘ্রই। এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, “রাজ্য সরকার অযোধ্যার সন্তদের দাবি সম্পর্কে অবগত রয়েছে।

সরকার এই দাবি পূরণ করবে আইন মেনেই। স্থানীয় সাধু-সন্তদের দল অযোধ্যায় মদ-মাংস বিক্রি বনধের প্রস্তাব জানিয়ে দাবি পেশ করেছে। যদিও এই নিয়ে সাধারন মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন এটাই দেখার যে সরকার কি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here