উত্তরপূর্ব ভারতের ইন্টারনেট ব্যবস্থা সহজলভ্য করতে উৎক্ষেপণ করা হল জিস্যাট২৯

শ্রীহরিকোটাঃ বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটা থেকে ইসরোর যোগাযোগ বার্তার উপগ্রহ জিস্যাট ২৯(GSAT 29) এর সফল যাত্রা শুরু করে । বিকেল ৫ টা ৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।  ভারতের সবচেয়ে ভারী লঞ্চ প্যাড জিএসএলভি মার্ক-iii যা বাহুবলি নামে পরিচিত এর মাধ্যমে  স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।

জিস্যাট২৯, ৩৪২৩ কেজি ওজনের, মাল্টি-ব্যান্ড মাল্টি-বিম কমিউনিকেশন উপগ্রহ । এর মধ্যে রয়েছে  ‘কা’ ও ‘কু’ দুটি ব্যান্ড ট্রান্সপন্ডার  যেগুলি দেশের উত্তর ও উত্তর-পশ্চিমের রাজ্যগুলি বিশেষ করে জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা, আসাম, সিকিম, অরুণাচলপ্রদেশ সহ অন্য রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে । এই রাজ্যগুলির ইন্টারনেট ব্যবস্থাকে আরো সহজতর করে মানুষের চাহিদা পূরণ করবে।

ইসরো চেয়ারম্যান আগে বলেছিলেন, আবহাওয়া সহায়ক না হলে লঞ্চ স্থগিত করা হতে পারে ।  আবহাওয়া দফতর আগে জানিয়েছিলেন যে , শ্রীহরিকোটা সহ উপকূলীয় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘গাজা’ আঘাত হানতে পারে। কিন্তু  মঙ্গলবার ‘গাজা’ তার দিক পরিবর্তন করে। সফল উৎক্ষেপণের পর ইসরোর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here