নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু জৈশ-ই-মহম্মদের প্রধানের ভাইপোর

কাশ্মীরঃ জঙ্গি নিকেশে বড় সাফল্য পেলো ভারতীয় সেনা। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হলো জঙ্গি সংগঠনের জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারের ভাইপো উসমান হায়দারের। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে আরও এক জঙ্গির। উদ্ধার করা হয়েছে আমেরিকায় তৈরি এম ফোর কার্বাইন রাইফেল। এমনটাই খবর নিরাপত্তা বাহিনী সূত্রে ।  নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৃত জঙ্গি উসমান হায়দার সম্প্রতি ত্রাল-সহ আশপাশের এলাকায় হামলার মাস্টার মাইন্ড।

উপত্যকার পুলওয়ামার ত্রালের চাঙ্কেতার গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছিলো। সূত্রের খবর ছয় ঘন্টা ধরে এনকাউন্টারচলছিলো ।  যে বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় আটকে পড়ে জঙ্গিরা। সেখানেই মৃত্যু হয় ওই দুই জঙ্গির। জৈশ-ই-মহম্মদের তরফ থেকে উসমান হায়দারের মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, বেশ কিছু দিন ধরে স্নাইপার হামলার নেতৃত্ব দিচ্ছিল সে।

error: Content is protected !!