প্রধানমন্ত্রীর হাত ধরে উন্মোচিত হলো “স্ট্যাচু অফ ইউনিটি”

আহমেদাবাদঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচিত হল সর্দার বল্লভভাই প্যাটেলের সুউচ্চ স্ট্যাচু অফ ইউনিটির ।  ‘‘যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম তখন ভাবিনি প্রধানমন্ত্রী হিসাবে আমি এই মূর্তির উন্মোচন করব৷’’ বুধবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৮২ মিটার সুউচ্চ “স্ট্যাচু অফ ইউনিটি”র উন্মোচন অনুষ্ঠানে আবেগপ্রবন হয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী আর বলেন, ‘রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে গোটা দেশ৷ দেশের প্রতিটি কোণে একতার জন্য যুবসমাজ দৌড়চ্ছেন৷ রান ফর ইউনিটি৷ আজকের এই দিনটি দেশের কাছে স্মরণীয় দিন৷ এতদিন সর্দার প্যাটেলকে সেই যোগ্য সম্মান দেওয়া হয়নি৷ বর্তমান সরকার সেটা করে দেখিয়েছে এবং নতুন ইতিহাসও তৈরি করেছে৷ ভারত ভবিষ্যতে চলার পথে প্রেরণা পাবে৷ সর্দার প্যাটেলের মূর্তি দেশকে সমর্পণ করে ভালো লাগছে৷’’

সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিচারনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলে একতার প্রতীক । এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্য ছিলো সর্দার ভাই প্যাটেলের। সর্দারের মধ্যে ছিলো কৌটিল্যের কূটনীতি। অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্যেশ্যে তোপ দেগে তিনি বলেন,বিরোধীদের কাজ সমলোচনা করা। দেশের মহাপুরুষদের সম্মান জানানো অপরাধ? বিরোধীরা এর মধ্যে রাজনীতি দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here