রাজ্যে ৩৪টি পেট্রোল পাম্পের জন্য আবেদনপত্র জমা নিচ্ছে ইন্ডিয়ান অয়েল

অয়ন মজুমদার(রিপোর্টার,কৈলাসহর): আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা রাজ্যে আরো ৩৪টি পেট্রোল পাম্প(বিওসি) হতে যাচ্ছে। এর মধ্যে ২১টি হবে গ্রামীণ এলাকায় আরও ১৩টি হবে জাতীয় সড়ক ও শহর এলাকায়। নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ এবং ২১-৬০ বছর বয়সের মধ্যে যে কেউ রাজ্যের নাগরিক হলে এই পেট্রোল পাম্পের জন্য আবেদন করতে পারবে। কৈলাসহর প্রেস ক্লাবে ইন্ডিয়ান অয়েলের উত্তর জোনের এসিস্টেন্ট ম্যানেজার প্রমিত ধর এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।প্রমিত ধর আরও বলেন, “আগরতলার সেকেরকোটে ৮৩ একর জায়গার উপর ইন্ডিয়ান অয়েল রাজ্য সরকারকে জায়গার মূল্য বাবদ ৭৩.৫ কোটি টাকা দিয়েছে। এই মেগা টার্মিনালে ৩৪ হাজার কিলোলিটার তেল সবসময় মজুত থাকবে। এই টার্মিনাল তৈরী হলে রাজ্যের বর্তমান চাহিদা অনুযায়ী ৫২ দিন চলবে।”

 

 

বর্তমানে রাজ্যে ৬১টি পাম্প রয়েছে, দৈনিকতেলের চাহিদা ৭০০ কিলোলিটার। নতুন পাম্প খোলার ব্যাপারে বিস্তারিত জানতে ইন্ডিয়ান অয়েলের ফোন নম্বরও ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here