ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করলো মেন-ইন-ব্লু

চেন্নাইঃ টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত। তিন উইকেটে ওয়েস্টইন্ডিজকে হারাল “মেন-ইন-ব্লু”। প্রথম দুটি ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলো ঋষভ পন্ত। টি-২০ সিরিজের শেষ ম্যাচে চিপকে টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন ক্যারিবিয়ান ওপেনার হোপ ও হেটমাইয়ার। দুজনের জুটিতে ৫১ রান করে ক্যারিবিয়ানরা । হেটমার ২৬ এবং হোপ ২৪ রান করে। এরপর দুই ওপেনার আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। কিন্তু চাপের মুখে দলকে তুলে টানে ডারেন ব্র্যাভো ও নিকোলাস পুরানে। দুজনের ঝড়ো ব্যাটিং-এ তিন উইকেটে ১৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের হয়ে চার ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় চাওলা। আর বাকি বোলাররা সেই ভাবে আজকের ম্যাচে সফল হতে পারেনি।

ক্যারিবিয়ানদের ১৮২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কিছুটা চাপে পড়ে যায় মেন-ইন-ব্লু। শুরুতেই চার রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। মাঝে কিছুটা ক্যারিবিয়ান বোলারদের দাপটে চাপে পড়লেও শেখর ধাওয়ান ও ঋষভ পন্তের ঝড়ো ব্যাটিং এ জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ধাওয়ানের।  ধাওয়ানকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্ত ৷ ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয়ের লক্ষে পৌছে দেন পন্ত। আর শেষ ম্যাচ জেতার ফলে টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত। ,ইয়াচের সেরা হয়েছেন শেখর ধাওয়ান।

error: Content is protected !!