জমে উঠেছে ভারত-পাক মহারন। উইমেন-ইন-ব্লু এর টার্গেট ১৩৪

গায়ানাঃ উইমেন টি-২০ বিশ্বকাপে জমে উঠেছে ভারত-পাক লড়াই । প্রথমদিকে ভারতীয় বোলাররা চাপে রেখেছিলো পাকিস্তান মহিলা খেলোয়ারদের । খেলার শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেয় ভারতীয় মহিলা বোলাররা । কিন্তু পাকিস্তানকে লড়াইতে ফেরান অধিনায়ক মারুফ। হাফ সেঞ্চুরি করে দলকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন পাক অধিনায়ক। অধিনায়ক মারুফের সঙ্গে জুটি বাঁধে ধরা। চতুর্থ উইকেটে দু’জনের ৯৩ রানের  পার্টনারশিপে পাকিস্তান ৭ উইকেটে ১৩৩ রান করে।  আজকের এই ম্যাচে ১৩৩ রান করে  আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে

সর্বাধিক রান করে পাকিস্তান মহিলা দল। এর আগে তাদের সর্বোচ্চ স্কোর ছিলো ১২২। পাক অধিনায়ক মারুফ ৫৩ ও ধর ৫২ রান করেন ৷ মাঝের দিকে ভারতীয় বোলাররা একটু চাপে পড়লেও শেষ দিকে পাকিস্তানের দ্রুত চার উইকেট তুলে নেয় রমনপ্রীত-মন্ধনারা। জয়ের জন্য ভারতকে ১৩৪ রানের টার্গেট দেয় পাকিস্তান। কিন্তু পেনাল্টি পাওয়ার কারনে ভারতকে করতে হবে ১২৪ রান। ১০ রান পাকিস্তান ভারতকে উপহার দিয়েছে।

error: Content is protected !!