পূর্ববর্তী নির্বাচনগুলিতে সিপিএম-কংগ্রেসের মধ্যে বোঝাপড়া ছিলোঃ সুনীল দেওধর

আগরতলাঃ আগে ত্রিপুরা রাজ্যে নির্বাচনের সময় কংগ্রেস কেন্দ্র থেকে ভোটের জন্য টাকা নিয়ে আসতো । আর রাজ্যে এসে পর্দার আড়ালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত থেকে নির্বাচনে পরাজয়ের জন্য টাকা নিতো কংগ্রেস। আগের সমস্ত নির্বাচন গুলো সিপিএম আর কংগ্রেসের মধ্যে রফা হতো। আর সেই কারনেই ২৫ বছর ধরে প্রতিটি নির্বাচনে সিপিআইএম জয়লাভ করে আসছে।

শুক্রবার রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত বিজেপি যুব মোর্চার  “যুব শক্তিকরণ” সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম-কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি রাজ্য প্রভারি সুনীল দেওধর।

আজ রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যুব শক্তিকরণ” সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, যুব মোর্চা সভাপতি টিঙ্কু রায় সহ অনান্য অতিথিরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর,টিঙ্কু রায় সহ অনান্য অতিথিরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here