শীতকালে পায়ের যত্ন নেবেন কিভাবে ?

ওয়েবডেস্ক: শীতকাল খাদ্য রসিকদের জন্য নিয়ে আসে বিভিন্ন তরি-তরকারি। কিন্তু এর সাথে সাথে স্বাস্থ্যেরও পরিবর্তন দেখা যায়। ঠোঁট ফাটা থেকে পা ফাটা, বিভিন্ন ধরণের প্রভাব আমাদের শরীরে দেখা যায়।

আমাদের ব্যস্ততার জীবনে বিশেষ করে মহিলাদের দৈনন্দিন কাজকর্মে সবসময় জলের ব্যবহার করতে গিয়ে এই পা ফাটা দেখা যায়। তাদের সৌন্দর্যেও এর প্রভাব পড়ে। তবে এর থেকে মুক্তির উপায়ও আছে। খুব সহজেই অল্প সময়ে নিজের বাড়িতেই এর সমাধান করা যায়।

প্রথমে হালকা গরম জলে পাঁচ থেকে দশ মিনিট ধরে পা চুবিয়ে রাখতে হবে যাতে পায়ে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায় । তারপর মোমকে গুঁড়ো করে সর্ষের তেল মেশাতে হবে। সেই মিশ্রণকে ৫-৬ মিনিট ধরে পায়ের গোড়ালির ফাটা অংশে ঘষে মোজা পরে থাকতে হবে যাতে বাইরের ধুলোবালি প্রবেশ করতে না পারে। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটি করতে হবে। এইরকম এক সপ্তাহ করলে লক্ষণীয় ফলাফল পাওয়া যাবে এবং পায়ের সৌন্দর্য আগের মতোই ফিরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here