তৃণমূলে আসতে চাইলে তাদেরকে স্বাগতঃ সুব্রত মুখার্জি

হক জাফর ইমাম(মালদা)  “গনিখানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে । তার উত্তরসূরিরা মহাজোটের কথা বলেছেন।  সেটা নিয়ে আমার কিছু বলার নেই । যদি তারা তৃণমূলে আসতে চান তাদেরকে আমরা দলে স্বাগত জানাব। কিন্তু এর বেশি কিছ বলতে পারব না।  যা হবে তার জন্য দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় শেষ কথা বলবেন।“  আসন্ন লোকসভা ভোটে তৃনমূলের সঙ্গে কংগ্রেসের জোট প্রসঙ্গ নিয়ে মালদায় সাংবাদিকদের একথা বললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।

শনিবার দুপুরে  মালদা কালেক্টর বিল্ডিং-এর কনফারেন্স রুমে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজকর্ম নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জী । জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য , মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তরের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা।

প্রশাসনিক বৈঠক শুরুর আগেই পঞ্চায়েত মন্ত্রী  বলেন , রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েতের কাজ কর্ম কি রূপ হচ্ছে তার তদারকি করতেই জেলায় জেলায় এই ধরনের পঞ্চায়েত বিষয়ক প্রশাসনিক বৈঠক করা হচ্ছে । তবে বিভিন্ন জেলার পঞ্চায়েত গুলিতে কাজকর্ম যে খুব ভালো মত হচ্ছে তা নিয়েও আশা প্রকাশ করেছেন মন্ত্রী সুব্রত মুখার্জী।

বৈঠকে যোগ দিতে এসে অসমের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন,  “তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অসমের গণহত্যার ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চলবে ।  অসমের গণহত্যা একটা নরকীয় ঘটনা ।  কখনোই বরদাস্ত করা যায় না ।  কি ধরনের সরকার সেখানে চলছে তা ভাবতেই অবাক লাগছে।   আমরা এর তীব্র প্রতিবাদ করছি।  দলনেত্রী ঠিক করবেন আসামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিনিধি দল সেখানে যাবে কিনা।“

error: Content is protected !!