অবাক নির্দেশ পাকিস্তানের স্কুলে

পাকিস্তানঃ এ যেন দুটি আলাদা প্রাণী! নারী ও পুরুষ, ছেলে ও মেয়ে।পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাসনে যাচ্ছে ইমরান খানের দোল তেহেরিক-ই-ইনসাফ। সেখানে ২৯শে অক্টোবর মেয়েদের স্কুলগুলির জন্য একটি ফরমান জারি করা করেছে প্রদেশের এলিমেন্টারি এন্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে মেয়েদের স্কুলে কোনো বয়েসের পুরুষই প্রবেশ করতে পারবেনা। অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে শুধুমাত্র মহিলাদেরই প্রবেশের অনুমতি থাকবে।

নির্বাচনে জেতার পর “নতুন পাকিস্তান” গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। “নতুন পাকিস্তান”এ নারী-পুরুষের বিভেদে তারা যেন বিজ্ঞানীর ভূমিকায় থাকবেন। এইভাবে তালিবানি মানসিকতাকে তুলে ধরে লিঙ্গের বিভেদে তারাই নতুন প্রজাতির আবিষ্কর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here