কুমিল্লায় ভারতীয় দূতাবাস হলে দুদেশের জনগনের মধ্যে যাতায়াতের সুযোগ তৈরি হবেঃ মুখ্যমন্ত্রী

আগরতলাঃ আরও বেশী সংখ্যায় বিদেশী পর্যটকদের ত্রিপুরার পর্যটন স্থানগুলির প্রতি আকৃষ্ট করতে বাংলাদেশের কুমিল্লাতে ভারতীয় দূতাবাসের একটি শাখা কার্যালয় গড়ে তোলার জন্য বিদেশ মন্ত্রনালয়কে অনুরোধ জানানো হবে। বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিধায়ক বিনয় ভূষণ দাসের জনস্বার্থে আনা একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। বিধায়কের আনা মূল প্রস্তাবটি হলো “রাজ্যে যথেষ্ট পর্যটনময় শিল্পের বিকাশ ঘটাতে এবং আরও বেশী সংখ্যায় বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিবেশী দেশ বাংলাদেশের কুমিল্লায় একটি ভারতীয় ভিসা অফিস স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে ত্রিপুরা বিধানসভা ভারত সরকারকে অনুরোধ করছে।“ আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

                                                                                    ফাইল ছবি

বেসরকারি প্রস্তাবটির উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমযোগী প্রস্তাব। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের ভাষা এক আর সংস্কৃতি ঐতিহ্যও এক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ভারত তথা ত্রিপুরার অবদান অনস্বীকার্য। সীমান্তের উভয়দিকে ছড়িয়ে আছে উভয়দেশের নাগরিকদের আত্মীয়স্বজন। কুমিল্লাতে ভারতীয় দূতাবাস গড়ে উঠলে দুদেশের জনগনের মধ্যে একটা যাতায়াতের সুযোগ তৈরি হবে।

প্রস্তাবটির উপর আলোচনায় অংশ নিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসিতে ত্রিপুরা সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পর্যটন শিপ্লের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। আলচনায় অংশ নেন বিরোধী দলের সদস্য রতন ভৌমিক।

error: Content is protected !!