”উনি আমার পোশাক ছিঁড়ে দিয়ে ধর্ষণ করেন।”

ওয়াশিংটনঃ ”উনি আমার পোশাক ছিঁড়ে দিয়ে ধর্ষণ করেন।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন National Public Radio-র চিফ বিজনেস এডিটর পল্লবী গগই। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে ওই সাংবাদিক এই অভিযোগ জানিয়েছেন। তিনি লিখেছেন যে, এই ঘটনা যখন ঘটে তখন তিনি “এশিয়ান এজ” পত্রিকায় এম জে আকবরের অধীনে কাজ করতেন। কিন্তু দিনের পর দিন তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন এম জে আকবর। তিনি আরও জানিয়েছেন খবর সংগ্রহের জন্য একদিন জয়পুর গিয়েছিলেন। সেখানে একটি হোটেলে ডেকে পাঠিয়ে ছিলেন এম জে আকবর।সেখানেই তিনি ওই সাংবাদিককে জোর করে ধর্ষণ করেন। ওয়াশিংটন পোস্টে ওই সাংবাদিক আরও লিখেছেন, ”উনি আমার পোশাক ছিঁড়ে দিয়ে ধর্ষণ করেন।” কিন্তু ”সেদিন আমার কথা কেউ বিশ্বাস করত না।” এই ঘটনার পর তার উপর আরও হেনস্থা হওয়ার দেশ ছেড়ে আমেরিকায় চাকরি করতে শুরু করেন তিনি। মহিলা সাংবাদিকের এই অভিযোগ অসত্য বলে জানিয়েছেন এম জে আকবরের আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here