প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার! চরম সিদ্ধান্ত দুজনের

গৌতম পাল(রায়গঞ্জ) নাবালক নাবালিকার ঝুলন্ত  মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার শেরপুর গ্রামের বনানগাঁ এলাকায়। মৃত দুজন হলেন,  রবি বর্মন (১৭) ও রেখা বর্মন ( ১৬) ।  ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শেরপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দা শিবকান্ত বর্মনের নাবালক ছেলে রবির সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে বিন্দোল গ্রামপঞ্চায়েতের বাসিন্দা মঙলু বর্মনের নাবালিকা মেয়ে দশম শ্রেনীর ছাত্রী রেখা । কিন্তু দুই পরিবারের লোকেরাই এই সম্পর্ক মেনে না নেওয়ার কারনে রেখা আর রবি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । বৃহস্পতিবার বিকেলের পর থেকেই নিখোঁজ ছিলেন ওই দুজন । সন্ধ্যা থেকেই পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও তাদের হদিশ মেলেনি । শুক্রবার সকালে শেরপুর গ্রামপঞ্চায়েতের বনানগাঁ গ্রামের একটি মাঠে গাছের সাথে একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই নাবালক নাবালিকা । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here