তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত জিআরএস

আশিস মিয়াঁ(বিশালগড়) যেখানে দিনের বেলায় সরকারি কর্মীদের দেখা পাওয়া যায়না সেখানে রাতের অন্ধকারে সরকারি তথ্য চুরির অভিযোগ উঠল ঘানিয়ামারা পঞ্চায়েতের জিআরএসের  বিরুদ্ধে।

বাম আমলের দুর্নীতির নথি পাচার করার উদ্দেশ্যে রবিবার রাতে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত ঘানিয়ামারা পঞ্চায়েতের প্রবেশ করেন জিআরএস চিত্তরঞ্জন দেবনাথ এবং নতুন সিপিআইএম দলীয় মেম্বার লিটন সরকার।  কিন্তু স্থানীয় লোকজন জড়ো হতে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ বাম আমলের দুর্নীতির তথ্য লোপাটের চেষ্টা করেছিলেন তারা । কিন্তু ঘানিয়ামারা পঞ্চায়েত সচিব মোহাম্মদ জুলফু মিঞা ঘটনা ধামাচাপা দিতে গিয়ে বলেন, বিশালগড় ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বেনিফিসিয়ারীদের গত বছরে প্রাপ্ত টয়লেট এখনো নির্মাণ হয়নি।  তাই জেলাশাসকের প্রচণ্ড চাপের মুখে তারা রাত জাগা কাজ করতে বাধ্য হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here