মাওবাদী সমস্যা সমাধানে ব্যর্থ বিজেপিঃ মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার(কলকাতা) “১৫ বছরে মাওবাদী সমস্যা সমাধানে ব্যর্থ বিজেপি। কী করছে ওরা। বিজেপি সরকার ব্যর্থ। মাওবাদীদের মোকাবিলায় বাংলা দেশের সামনে উদাহরণ৷’ বাংলায় ২ বছরে মাওবাদী সমস্যার সমাধান করেছি আমরা।” সম্প্রতি ছত্তিশগঢ়ে একের পর এক মাওবাদী হামলা নিয়ে এবার কেন্দ্রকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।

সোমবার পোস্তায় জগদ্বাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওবাদী হামলা সহ বাংলায় রথযাত্রা ও বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমন করলেন তিনি।  মাওবাদী নিয়ে কেন্দ্রকে নিশানা করায় আখেরে মমতা বন্ধোপাধ্যায়ের লাভ হলো বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

বেশ কিছু বছর ধরে বিজেপি, সিপিএম সহ রাজ্যের অনান্য বিরোধী দলগুলি অভিযোগ করতেন যে মাওবাদীদের সঙ্গে শাসক দলের যোগাযোগ রয়েছে, এর জন্য বাংলায় মাওবাদীদের বিরুদ্ধে কোন কথা বলেন না। কিন্তু আজ উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়েচ দিলেন মাওবাদীদের উন্নতি হলেই তারা সঠিক পথে ফিরে আসেন। সেটা বাংলা করে দেখিয়েছে।

অপর দিকে ডিসেম্বর মাসে বিজেপির রথ যাত্রা নিয়েও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। রথযাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন,‘ “রথের নামে আসলে ভোট চাইছে ওরা। রথের নামে পাঁচ তারা হোটেল বানিয়েছে।”

error: Content is protected !!