অয়ন মজুমদার(কৈলাশহর) ধর্ষণ যেন সমাজে এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছেন মহিলারা। বাদ যাচ্ছেনা শিশুরাও। ত্রিপুরা রাজ্যে দীর্ঘ বাম আমলে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটতো। সরকার পরিবর্তনের পর সেইভাবে মহিলাদের উপর আক্রমন বা ধর্ষণের ঘটনা না ঘটলেও এখনও বেশ কিছু জায়গায় ধর্ষণের শিকার হচ্ছেন মহিলারা।

উনকোটি জেলার কৈলাশহরে গণধর্ষিত হলো একই পরিবারের দুই মেয়ে। সম্পর্কে তারা আবার দুই বোন। পৈচাশিক এই ঘটনাটি কালী পূজার পরের দিন অর্থাৎ গত ৯ নভেম্বর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর পরের দিন মেলাও সার্কাস দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কৈলাশহর পুরো এলাকার দুই বোন।
দুই মেয়েকে খোঁজাখুজি করতে গিয়ে তাদের মা জানতে পারেন তার দুই মেয়ে তেলিয়ামুড়া থানায় রয়েছে। ১১ নভেম্বর তেলিয়ামুড়া থানা থেকে দুই মেয়েকে নিয়ে কৈলাশহর বাড়িতে নিয়ে যান তার মা । বাড়িতে যাওয়ার পর তাদের উপর ঘটে যাওয়া বীভৎস কান্ডের বর্ণনা দেয় দুই বোন।
